You are here:

Welcome To Government B. L. College Khulna

Welcome To Government B. L. College Khulna

Rover Scouts

"পৃথিবীকে তুমি যেমনটি পেয়েছ তার চেয়ে অধিকতর সুন্দর করে রেখে যাওয়ার চেষ্টা কর।"- ব্যাডেন পাওয়েল।

সরকারি বি এল কলেজ রোভার স্কাউট গ্রুপ

গ্রুপ সভাপতি- প্রফেসর সৈয়দ সাদিক জাহিদুল ইসলাম
           অধ্যক্ষ, সরকারি বি এল কলেজ, খুলনা


  গ্রুপ সম্পাদক- জনাব সামছুর রহমান
সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি বি এল কলেজ, খুলনা
মোবাইল নং- ০১৭১৬০৮২৭৭৩


সৎ, যোগ্য ও স্বনির্ভর জাতি গঠনের প্রত্যয়ে ১৯৭৪ সালে সরকারি বি এল কলেজ রোভার স্কাউটস গ্রুপ প্রতিষ্ঠা লাভ করে। গ্রুপে ৪টি ছেলেদের ও ১টি মেয়েদের দলসহ মোট ৫টি দল রয়েছে। বর্তমানে দলের সদস্য সংখ্যা ১২০ জন। গ্রুপ সম্পাদকসহ ৫টি দলের রয়েছেন ৫ জন RSL (Rover Scout Leader) হিসেবে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা হলেন-

‘ক’ গ্রুপ (ছেলে) – জনাব সামছুর রহমান, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ 
‘খ’ গ্রুপ (ছেলে) – জনাব মো: শেখ শামিনুর রহমান, শরীরচর্চা শিক্ষক
‘গ’ গ্রুপ (ছেলে) – জনাব সমীর কান্তি বিশ্বাস, সহকারী গ্রন্থাগারিক
‘ঘ’ গ্রুপ (ছেলে) – শূন্য
‘ঙ’ গ্রুপ (মেয়ে) – জনাব সৌদিয়া ফেরদৌস, প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ

শিক্ষা মন্ত্রণালয়ের সরাসরি তত্ত্বাবধায়নে পরিচালিত এবং রোভার অঞ্চলের বিধি ও প্রোগ্রাম অনুযায়ী ইউনিটে প্রতি বৃহস্পতিবার নিয়মিত ক্রু-মিটিং, বার্ষিক গ্রুপ কাউন্সিল, গ্রুপ কমিটির নিয়মিত সভা, বার্ষিক তাবুবাস ও দীক্ষানুষ্ঠান, জেলা রোভার, আঞ্চলিক ও জাতীয় সদর দফতর কর্তৃক পরিচালিত ট্রেনিং প্রোগ্রাম, সমাজসেবা ও সমাজ উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহণ করা এ গ্রুপটির উল্লেখযোগ্য কর্মকাণ্ড। কলেজ প্রশাসন কর্তৃক পরিচালিত বিভিন্ন দিবস উদ্‌যাপন, ক্রীড়ানুষ্ঠান ও অন্যান্য কার্যক্রমে রোভাররা স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করে থাকে। বৃক্ষরোপন, স্বেচ্ছায় রক্তদান, শীতবস্ত্র বিতরণ, পরিচ্ছন্নতা অভিযান, পরিবেশ সুরক্ষা, প্রাথমিক স্বাস্থ্যসেবাসহ বহুবিধ সেবামূলক কার্যক্রমে অংশগ্রহণ করে থাকে। ইউনিটের দক্ষতায় এ কলেজের রোভাররা RSL (Rover Scout Leader) অর্জন, জেলা সিনিয়র রোভার মেট ও বিভাগীয় সিনিয়র রোভার মেট হিসেবে নির্বাচিত হয় প্রায় নিয়মিতভাবেই।