You are here:

Welcome To Government B. L. College Khulna

Welcome To Government B. L. College Khulna

Department of Economics

Phone: ০১৭১১৫৭০১৮৩
Email: economics@blcollege.edu.bd

বর্তমান বিভাগীয় প্রধানঃ প্রফেসর মো: আনোয়ার হোসেন

এক নজরে বিভাগের ইতিহাস

শতবর্ষের ঐতিহ্যে লালিত সরকারি বি.এল. কলেজের অর্থনীতি বিভাগ আপন মহিমায় সমুজ্জ্বল। ১৯৫৪ সালে অর্থনীতি বিভাগ প্রতিষ্ঠার পর ১৯৬২ সালে অনার্স, ১৯৯৫ সালে মাস্টার্স ১ম পর্ব ১৯৯৬ সালে মাস্টার্স ২য় পর্ব কোর্স চালু করা হয়। পিছনের দিনগুলো৩৩ অর্থনীতির বিতরণের জন্য যেমন এখানে সমাগম ঘটেছে অনেক যোগ্য শিক্ষকের তেমনি আগমন ঘটেছে অনেক মেধাবী শিক্ষার্থীর যারা কর্মরত অবস্থায় ছড়িয়ে আছে দেশে বিদেশে বিভিন্ন জায়গায়। শিক্ষার্থীদের সঙ্গে অর্থনীতি বিষয়টি আকর্ষণীয় হয়ে উঠায় এই বিভাগের উপরে চাপ বেড়েই চলেছে।

বর্তমানে শিক্ষকের পদের সংখ্যা ১২টি, যা প্রয়োজনের তুলনায় নিতান্তই অপ্রতুল। তদুপরি শ্রেণীকক্ষের সংকট নিয়মিত পাঠদানে বিঘ্ন ঘটায়। সেমিনার যাবতীয় অতিশয় ছোট হওয়ায় বিভাগের লাইব্রেরী হতে শিক্ষার্থীরা পূর্ণ সুবিধা পাচ্ছে না। এ বিভাগের সম্মান শ্রেণীর প্রতি বর্ষে ২৮০ জন মাস্টার্স ১ম পর্বের ১৫০ জন এবং মাস্টার্স ২য় পর্বে প্রয়োজনীয় সংখ্যা ছাত্র/ছাত্রী লেখাপড়া করতে পরে। সেমিনার ফান্ডের আওতায় দুই জন অফিস সহকারী কর্মরত আছে। অফিস সহকারীদের বেতন ভাতা বিভাগীয় সেমিনার তহবিল হতে দেয়ার কারণে ফান্ডের উপর বিশেষ চাপ পড়ে। এতদসত্ত্বেও এই বিভাগ শিক্ষা সহশিক্ষা কার্যক্রম মহান ঐতিহ্যের চি‎হ্ন রাখতে সক্ষম হয়েছে।