You are here:

Welcome To Government B. L. College Khulna

Welcome To Government B. L. College Khulna

Department of Philosophy

Phone: 041-861228
Email: philosophy@blcollege.edu.bd

বর্তমান বিভাগীয় প্রধানঃ প্রফেসর মনি মোহন মণ্ডল

এক নজরে বিভাগের ইতিহাস

১৯০২-এ হিন্দু একাডেমি প্রতিষ্ঠাকালে যেসব বিষয় খোলা হয় যুক্তিবিদ্যা তাদেরই অন্যতম । এফ এ কোর্সে যুক্তিবিদ্যা , ইতিহাস, সংস্কৃতি ও গণিত কোর্স খোলা হয়। ১৯১৪ সালে এ কলেজে ডিগ্রী কোর্সের আওতায় দর্শন কোর্স খোলা হয়। ১৯২৫-এ দর্শন, গণিত ও ইরেজীতে অনার্স খোলা হয়। এ সময় দর্শনের কয়েকজন খ্যাতনামা অধ্যাপকের পরিচালনায় এ বিভাগ উত্তরোত্তর উন্নতির পথে এগিয়ে যায়। ১৯৪৭ সালে শিক্ষক ও ছাত্রের অভাবে এবং ভারত বিভক্তের জন্য রাজনৈতিক পট পরিবর্তনে অনার্স পড়ানো বন্ধ হয়ে যায়। ১৯৫৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমের অনুসরণে ২ বৎসরের অনার্স কোর্স চালু করা হয়। এরপর ছাত্রদের পাঠের সুবিধার্থে অধ্যাপক এ কে মোস্তফার উদ্যোগে দর্শন পাঠাগার প্রতিষ্ঠিত হয়। উল্লেখ্য, বি এল কলেজে এটাই প্রথম পাঠাগার। পরে এটিই সেমিনারের রূপ নেয়। এ দিক থেকে অধ্যাপক এ কে মোস্তফাকে দর্শন সেমিনারের প্রতিষ্ঠাতা বলা যেতে পারে। ষাটের দশকে ছাত্র সংখ্যা খুব কমছিল। ৫ থেকে ৭ জন বা ১০ জন ছাত্র/ছাত্রী ভর্তি হতো। তবে পড়ালেখার মান অত্যন্ত উন্নত ছিল। ১৯৬৯-৭২ শিক্ষাবর্ষে অনিবার্য কারণ বশতঃ দর্শনে অনার্স কোর্সে ছাত্র ভর্তি বন্ধ রাখা হয়। ১৯৭৩ সাল থেকে অনার্স কোর্স আবার চালু করা হয়। এর পশ্চাতে অধ্যাপক এ কে মোস্তফা, অধ্যাপক মোঃ নূরনবী ও প্রফেসর মোঃ বজলুল করিম -এর আন্তরিক প্রচেষ্টা অনস্বীকার্য। তখন আসন সংখ্যা ছিল ২০। ক্রমান্বয়ে ১৯৯৪-৯৫-এ ৭০ বা ৮০ তে দাঁড়ায়। এরপর বৃদ্ধি পেতে পেতে ১৯৯৭-৯৮ থেকে প্রায় ২০০ ছাত্র-ছাত্রী ভর্তির ব্যবস্থা চালু হয়েছে। ১৯৯৫ সাল থেকে ইন্টারমিডিয়েট শ্রেণীতে ভর্তি বন্ধ করা হয়। ২০০৯-১০ শিক্ষাবর্ষে তা পূনরায় চালু করা হয়। সরকারী নির্দেশে এরপর পোষ্ট গ্রাজুয়েট শ্রেণীতে পাঠদানের অনুমতি পাওয়া যায়। বর্তমানে দর্শনে অনার্স কোর্সে বিভাগে আসন সংখ্যা ২৩০টি এবং মাস্টার্স শ্রেণীতে ছাত্র-ছাত্রী ৩৮০ জন।

বর্তমানে অধ্যাপকের সংখ্যা ১১ জন এবং আরো ০৪ টি পদ সৃষ্টির বিষয়টি প্রক্রিয়াধীন। বর্তমানে দর্শন বিভাগে একটি সমৃদ্ধশালী সেমিনার চালু আছে এবং এখান থেকে পুস্তক সংগ্রহ করে পড়ার সুব্যবস্থা আছে। প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর নির্মলেন্দু শীল-এর উদ্যোগে এবং অত্র বিভাগের সম্মানিত প্রভাষক জনাব মোঃ মঈনুল ইসলামের অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতায় বিভাগে দেশ বিদেশের প্রখ্যাত দার্শনিকবৃন্দের ছবি সংগ্রহ করা হয়েছে। উল্লেখ্য যে, খ্যাতিমান দানবীর হাজী মুহম্মদ মুহসীনের এস্টেটের উপর সরকারি বি এল কলেজ অবস্থিত এবং শ্রী ব্রজলাল চক্রবর্তীর ঐকান্তিক প্রচেষ্টায় বি এল কলেজ প্রতিষ্ঠিত হয়। শ্রী ব্রজলাল চক্রবর্তী দর্শনে এম এ। সব কিছু মিলিয়ে দর্শন বিভাগ বি এল কলেজের একটি অন্যতম শ্রেষ্ট বিভাগ।