You are here:

Welcome To Government B. L. College Khulna

Welcome To Government B. L. College Khulna

Department of Islamic Studies

Phone: ০১৯১৪-১২৫৪০৫
Email: islamicstudies@blcollege.edu.bd

বর্তমান বিভাগীয় প্রধানঃ আহমাদ আলী মোল্লা, সহযোগী অধ্যাপক

এক নজরে বিভাগের ইতিহাস

১৯০৮ সালে হাইকোর্টের বিচারপতি সারদাচরণ মিত্র মুসলিম ছাত্রদের ফার্সি পড়ানোর জন্য শিক্ষক নিয়োগের সুপারিশ করলেও তা কার্যকর হয়নি। ১৯২৪ সালে অবিভক্ত বাংলার শিক্ষামন্ত্রী শেরে বাংলা এ.কে. ফজলুল হকের নির্দেশে একজন খণ্ডকালীন মুসলিম মৌলভী নিয়োগের মাধ্যমে ফার্সি পড়ানো শুরু হয়। সিলেটের অধিবাসী জনাব মুসাদ্দার আলী ১৯৩৬ সাল পর্যন্ত খন্ডকালীন শিক্ষক হিসাবে পাঠদান করেন। পরবর্তীতে ১৯৩৭ সালে চট্টগ্রাম নিবাসী জনাব আব্দুল ওয়ালী এম.এ (আরবী) কে পূর্ণকালীন শিক্ষক হিসাবে নিয়োগ দেওয়া হয়। তিনিই প্রথম মুসলিম শিক্ষক ১৯৭১ সালে পাক বাহিনীর হাতে শহীদ হন। আরবী ও ফার্সি ক্লাস হত কলেজের বাইরে মুসলিম ছাত্রাবাসের একটি কক্ষে।

১৯৫১ সালে জনাব সারমাদ জামালী ও জনাব আবদুল খালেকের যোগদানের মাধ্যমে অফিসিয়ালি আরবী ও উর্দু বিভাগ খোলা হয়। দীর্ঘ পথ পরিক্রমার পর ১৯৯৪ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স খোলার অনুমোদন পাওয়া যায়। তখন থেকে প্রতি বছর মাস্টার্সে বিশ্ববিদ্যালয়ের ১ম শ্রেণীতে ১ম স্থান লাভসহ এ বিভাগের ছাত্র-ছাত্রীরা কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে।