You are here:

Welcome To Government B. L. College Khulna

Welcome To Government B. L. College Khulna

Department of Sociology

Email: sociology@blcollege.edu.bd

বর্তমান বিভাগীয় প্রধানঃ সালমা শারমীন, সহযোগী অধ্যাপক

এক নজরে বিভাগের ইতিহাস

বিংশ শতাব্দীর শুরুতে সরকারি ব্রজলাল কলেজটি স্থাপিত হলেও সমাজবিজ্ঞান বিভাগটি চালু হয় বাংলাদেশে স্বাধীনতা প্রাপ্তির পর। ১৯৭২ সালে দেশে যে ২০টি কলেজে সমাজবিজ্ঞান কোর্স প্রবর্তন করা হয় তারমধ্যে সরকারি ব্রজলাল কলেজ একটি। প্রথমে এখানে ৩০ জন শিক্ষার্থী নিয়ে বিএ পাস ও সাবসিডিয়ারি শ্রেণীতে সমাজবিজ্ঞান পাঠদান শুরু হয়। একজন মাত্র শিক্ষক দিয়ে এ বিভাগের যাত্রা শুরু। বিভাগের প্রথম শিক্ষক ও বিভাগীয় প্রধান জনাব হাফিজ উদ্দীন আহমেদ। তখন বিভাগটি কলা ভবনের ২য় তলায় পূর্ব পাশে অবস্থিত ছিল। বর্তমানে এ বিভাগটি দেশরত্ন জনেনত্রী শেখ হাসিনা কমপ্লেক্স-২ এ অবস্থিত।

দীর্ঘদিন পর ২০০৯-১০ শিক্ষাবর্ষ থেকে এ কলেজে সমাজবিজ্ঞান বিষয়ে অনার্স কোর্স চালু হয়েছে। বর্তমানে বিভাগে মোট শিক্ষক পদ সংখ্যা ৪। এ বিভাগের আসন সংখ্যা ৫০ টি। এছাড়া নন-মেজর কোর্স হিসেবে বাংলা, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, ইতিহাস, ইসলামের ইতিহাস ও দর্শন বিভাগে সমাজবিজ্ঞান কোর্সটি পড়ানো হয়। পাশাপাশি স্নাতক পাস কোর্সে প্রায় ১৩০০ জন এবং উচ্চ মাধ্যমিক শ্রেণীতে ২৫ জন শিক্ষার্থী এ বিষয়ে পড়াশুনা করছে।