You are here:

Welcome To Government B. L. College Khulna

Welcome To Government B. L. College Khulna

Department of Mathematics

Phone: 041-762019
Email: mathematics@blcollege.edu.bd

বর্তমান বিভাগীয় প্রধান: প্রফেসর বিধান চন্দ্র মন্ডল

এক নজরে বিভাগের ইতিহাস

১৯০২ সালে 'হিন্দু একাডেমি' হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার বছর হতেই এখানে গণিত বিষয় পড়ানো শুরু হয়। 'যশোহর খুলনার ইতিহাস' গ্রন্থের বরেণ্য লেখক সতীশচন্দ্র মিত্র কলেজের প্রথম গণিত-শিক্ষক ছিলেন । কলেজ প্রতিষ্ঠার প্রথম দিকে সকল বিষয়ে শিক্ষক দুষ্প্রাপ্য ছিল, তাই সতীশ চন্দ্র মিত্র ইতিহাসের অধ্যাপক হয়েও বাংলা, দর্শন এবং গণিত পড়াতেন। ১৯০৭ হতে ১৯১০ সালের ভিতর বেশ কয়েকজন গণিত শিক্ষক নিযুক্ত হয়েছিলেন, তাই ঐ সময়ে বি.এ/বি.এসসি শ্রেণীতে গণিত শিক্ষাদানের ব্যবস্থা হয়েছিল ।

১৯১০ সালে প্রথমবার গণিত বিষয়ে অনার্স খোলা হয়। ১৯৪৭ সালে ভারত বিভাগের পর কলেজের অধিকাংশ শিক্ষক ভারতে চলে যান, ফলে সকল বিষয়ে অনার্স শ্রেণীতে ছাত্র ভর্তি বন্ধ হয়ে যায়। ১৯৫৬-৫৭ শিক্ষাবর্ষ হতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে গণিত বিভাগে অনার্স কোর্সের নতুন যাত্রা শুরু হয়। তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেগুলেশন অনুসারে অনার্স কোর্স ছিল দু'বছর মেয়াদী। ১৯৬০-৬১ শিক্ষাবর্ষ হতে তিন বছরের অনার্স কোর্স চালু হয়। ১৯৬৭ সালে কলেজ সরকারিকরণের পর বেশ কয়েক বছর অনার্সে ছাত্র ভর্তি হয়নি। ১৯৭০-৭১ শিক্ষাবর্ষে প্রথম এম.এস-সি কোর্স চালু করা হয়। উচ্চমাধ্যমিকসহ ডিগ্রি (পাস), অনার্স ও এম.এস-সি কোর্স পড়ানোর জন্য শিক্ষামন্ত্রণালয় গণিত বিভাগে ১২ জন শিক্ষকের পদ মঞ্জুর করলেও ২০০১ সালের পূর্ব পর্যন্ত কখনও ১২টি পদে শিক্ষক নিযুক্ত হননি।

সরকারি বি এল কলেজের গণিত বিভাগের ছাত্ররা সারাদেশের গণিত শিক্ষক হিসাবে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছড়িয়ে আছেন। বেশ কয়েকজন দেশের ও বিদেশের বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় যথেষ্ট কৃতিত্বের পরিচয় দিয়ে গণিত বিভাগের গৌরব বৃদ্ধি করেছেন। কৃতি ছাত্রদের মধ্যে রয়েছেন অধ্যক্ষ চারুচন্দ্র বসু, প্রফেসর নূরুদ্দিন চৌধুরী, প্রফেসর হারুনুর রশীদ, প্রফেসর মুজিবর রহমান, প্রফেসর শেখ সোহরাব উদ্দিন, প্রফেসর সুব্রত মজুমদার, প্রফেসর মোজহারুল ইসলাম, প্রফেসর শিশির কুমার ভট্টাচার্য , প্রফেসর সরদার আব্দুস সাত্তার প্রমুখ।
গণিত বিভাগের যাঁরা শিক্ষকতা করেছেন তাঁদের কয়েকজন হলেন সতীশচন্দ্র মিত্র, সতীশচন্দ্র দাসগুপ্ত, উমাশংকর বন্দ্যোপাধ্যায়, সুবোধ চন্দ্র গাঙ্গুলী, সত্যেন্দ্র নাথ ঘোষ, দেবেন্দ্র চন্দ্র দত্ত, নগেন্দ্র নাথ মুখার্জী, কিশোরী মোহন গুপ্ত, মণীন্দ্র নাথ সেন, শরৎ চন্দ্র ঘোষ, চারুচন্দ্র বসু, সুধাংশু ভূষণ পাণ্ডে, নিরঞ্জন দাসগুপ্ত, চন্দ্রকান্ত ধর, সুকুমার মিত্র, সুবোধচন্দ্র মজুমদার, প্রফেসর ড. মোজাম্মেল হক, প্রফেসর মো: নাজমুল হক, প্রফেসর হারুনুর রশীদ, প্রফেসর মুজিবর রহমান, প্রফেসর সেকেন্দার আলী তালুকদার প্রমুখ।

বর্তমানে গণিত অনার্স শ্রেণীতে ১৮০ টি আসন আছে।