You are here:

Welcome To Government B. L. College Khulna

Welcome To Government B. L. College Khulna

Department of Psychology

Email: psychology@blcollege.edu.bd

বর্তমান বিভাগীয় প্রধানঃ মো: মঞ্জুর আলম তরফদার, সহকারী অধ্যাপক

এক নজরে বিভাগের ইতিহাস

২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) কোর্সে ছাত্র-ছাত্রী ভর্তির মধ্য দিয়ে সরকারি বি এল কলেজ, খুলনায় মনোবিজ্ঞান বিভাগের যাত্রা শুরু। ইতিপূর্বে ২০১৩-১৪ শিক্ষাবর্ষ হতে উচ্চমাধ্যমিক শাখায় মনোবিজ্ঞান বিষয়ে পাঠদান অব্যাহত রয়েছে। এই বিভাগে স্নাতক (সম্মান) শ্রেণীতে মোট পঞ্চাশটি আসনে ছাত্র-ছাত্রী ভর্তির সুযোগ রয়েছে। ২০১৪-১৫ শিক্ষাবর্ষে এই শ্রেণীতে ভর্তিকৃত ছাত-ছাত্রী সংখ্যা ছেচল্লিশ।

একাডেমিক কাম পরীক্ষাকেন্দ্র নামে সদ্য নির্মিত কলেজের নতুন ভবনের নীচতলায় সুপ্রশ¯ত দুটি কক্ষে বর্তমানে এই বিভাগের অবস্থান। এই বিভাগের দক্ষিণে রয়েছে অত্র কলেজের সুপরিসর লাইব্রেরী ভবন।

একজন সহযোগী অধ্যাপক, দুইজন সহকারী অধ্যাপক এবং দুইজন প্রভাষকের পদসহ এই বিভাগে সৃষ্ট পদের সংখ্যা পাঁচটি। বর্তমানে দুইজন সহকারী অধ্যাপক এই বিভাগে কর্মরত রয়েছেন। এছাড়া একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী সাময়িকভাবে দায়িত্ব পালণ করছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মনোবিজ্ঞান বিষয়ে অধ্যয়ন শেষে শিক্ষার্থীরা স্নাতক (সম্মান) পর্যায়ে বি.এস-সি (সম্মান) এবং মাষ্টার্স পর্যায়ে এম.এস-সি ডিগ্রী লাভ করে থাকে।