About the Language Club
Phone: +88-02477702944
Email: infoblcollege@gmail.com
I am text block. Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.
Head of the Department
At a Glance
যুব রেড ক্রিসেন্ট
সরকারি ব্রজলাল কলেজ ইউনিট
খুলনা
সভাপতি: প্রফেসর শরীফ আতিকুজ্জামান
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
সরকারি ব্রজলাল কলেজ, খুলনা
সমন্বয়কারী শিক্ষক: জনাব মো: মঞ্জুর আলম তরফদার, সহকারী অধ্যাপক, মনোবিজ্ঞান বিভাগ
ইউনিট লীডার:
যুব রেড ক্রিসেন্ট সরকারি বি এল কলেজ ইউনিট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির একটি অঙ্গ প্রতিষ্ঠান। ইউনিটটি প্রতিষ্ঠিত হয় ১২ আগস্ট, ২০০৪ ইং সনে। বর্তমানে ইউনিটটির সদস্য সংখ্যা ১০৩। তাছাড়া এই ইউনিটে রয়েছেন একজন সমন্বয়কারী শিক্ষক, একজন ডাক্তার ও একজন সেবিকা। কলেজ ইউনিট থেকে দূর্গতদের জন্য বিভিন্ন সময় জরুরী ত্রাণ সরবরাহ ছাড়া প্রতি বৎসর বিনামূল্যে রক্তদান, রক্তের গ্রুপ নির্ণয় ও শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্রসহ দু:সহ মানুষের মধ্যে ঈদ ও পুজা উপলক্ষে বস্ত্র বিতরণ করে আসছে।
এই ইউনিটের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মুমূর্ষ রোগিদের জন্য রক্ত সরবরাহ ও সাধারণ ছাত্র-ছাত্রীদের জন্য বিনামূল্যে চিৎকিসা সেবা প্রদান। তাছাড়া বৃক্ষরোপন ও ক্যাম্পাসে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করে আসছে।
এ পর্যন্ত ৭০০০-৮০০০ জনকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়। ২০০০ জনের মধ্যে শীতের কম্বল বিতরণ, প্রায় ১০০০ জন মুমূর্ষু রুগিকে জরুরী রক্ত সরবরাহ ও প্রায় ১০০০ দুস্থ মানুষের মধ্যে অন্যান্য বস্ত্র বিতরণ করেছে। যে কোন সময় দূর্যোগ ও মুমূর্ষু রোগীর পাশে থাকতে এই ইউনিট বদ্ধ পরিকর।