BL COLLEGE JOURNAL

“Journal writing gives us insights into who we are, who we were, and who we can become”
– Sandra Marinella

একক মাতৃত্ব এবং সেলিনা হোসেনের দুটি গল্প

Author

ড. প্রীতম চক্রবর্ত্তী, কলেজ শিক্ষক, বঙ্গভাষা ও সাহিত্য বিভাগ, উলুবেড়িয়া কলেজ, উলুবেড়িয়া, হাওড়া, পশ্চিমবঙ্গ, ভারত

ওপার বাংলার বরিষ্ঠ কথাকার সেলিনা হোসেন, সাহিত্য চর্চা করে চলেছেন দীর্ঘ পাঁচ দশক ধরে, দীর্ঘকাল ধরে তাঁর জনপ্রিয়তাও অব্যাহত। সমাজ-রাজনীতি এবং অর্থনীতির বহুমাত্রিক সমস্যা-সম্ভবনা ঠাঁই পেয়েছে তাঁর কথাভুবনে। একইভাবে সেলিনা হোসেনের কথানদীর বাঁকে বাঁকে নারীভাবনাতেও যুক্ত হয়েছে নিত্য নতুন ভাবনা; ব্যক্তিত্বে ও বৈভবে নারীর বহুমাত্রিকতা ধরা পড়েছে সেখানে। আর আধুনিক মানবতাবাদের বিশিষ্ট একটি পর্যায় যে মানবী-ভাবনা, সে সম্পর্কে গভীর সচেতন তিনি। বহতা সমাজের পট-পরিবর্তন ও নারীভাবনার বিবর্তন সম্পর্কে সচেতন থেকেই কথাবিশ্বে মেয়েদের অবস্থান স্পষ্ট করেছেন। সমাজের বিবিধ শ্রেণির নারী বাস্তবতার সঙ্গে সেলিনা হোসেনের গল্পবিশ্বে জায়গা করে নিয়েছে, আবার প্রকাশ করেছে নিজেদের অনন্যতাও। তেমন বিশ শতকের একেবারে প্রান্তে এসে তিনি গল্পে এনেছেন একক মাতৃত্বের মত বিষয়কে, যা আজও সমাজের প্রতিটি স্তরে নির্দ্বিধায় গৃহীত হয়নি। অথচ তিনি একেবারে গ্রামজীবনের প্রেক্ষাপটে বিষয়টিকে উপস্থাপিত করেছেন গল্পে; এখানে আলোচনা করা হয়েছে লেখিকার দুটি গল্প ‘মতিজানের মেয়েরা’ এবং ‘পারুলের মা হওয়া’। আসলে দুই গ্রামীণ রমণীর এই বিপ্লবাত্মক সিদ্ধান্তের পিছনে আছে বধূ নির্যাতন ও উপেক্ষিত নারীর করুণ ইতিহাস; পুরুষতান্ত্রিক সমাজে নারী আবহমান কাল ধরে যে যাপন-যন্ত্রণা ভোগ করে এসেছে, আলোচ্য গল্পগুলি তার বিরুদ্ধে শুধু প্রতিবাদই জানায় না, উত্তরণের পথও দেখায়।

Keywords: সেলিনা হোসেন, ছোটগল্প, নারীভাবনা, নারী নির্যাতন, একক মাতৃত্ব, প্রতিবাদ

References:

১. প্রতিভা বসু, মহাভারতের মহারণ্যে, বিকল্প, কলকাতা, সপ্তম সংস্করণ, ২০১২, পৃ. ৫৩
২. নৃসিংহ প্রসাদ ভাদুড়ী, কৃষ্ণা কুন্তী কৌন্তেয়, আনন্দ, কলকাতা, প্রথম সংস্করণ, ১৯৯৮, একাদশ মুদ্রণ, ২০১৪, পৃ.
৩৮
৩. ঈলীনা বণিক, ‘কুন্তীকথা’ (প্রবন্ধ), রোববার, সংবাদ প্রতিদিন, ২০.০৭.২০০৮, পৃ. ১৬
৪. বিশ্বজিৎ ঘোষ, ‘সেলিনামঙ্গল’ (প্রবন্ধ), প্রথম আলো, ১৬.০৬.২০১৭ । (অন্তর্জাল)
৫. তদেব
৬. হাসান আজিজুল হক, আগুনপাখি, দে’জ, কলকাতা, দ্বিতীয় সংস্করণ, ২০০৮, পৃ. ২৯
৭. রবীন্দ্রনাথ ঠাকুর, ‘দেনাপাওনা’, রবীন্দ্র রচনাবলী ১০ম খÐ, পশ্চিমবঙ্গ বাংলা অকাদেমি, কলকাতা, সার্ধশতবর্ষ
সংস্করণ, ২০১৪, পৃ. ২২
৮. তিলোত্তমা মজুমদার, প্রেতযোনি, আনন্দ, কলকাতা, প্রথম সংস্করণ, ২০১৮, তৃতীয় মুদ্রণ, ২০১৮, পৃ. ১২৭
৯. রবীন্দ্রনাথ ঠাকুর, ‘দেনাপাওনা’, রবীন্দ্র রচনাবলী ১০ম খÐ, পশ্চমবঙ্গ বাংলা অকাদেমি, কলকাতা, সার্ধশতবর্ষ
সংস্করণ, ২০১৪, পৃ. ২৪
১০. সৈয়দ ওয়ালীউল্লাহ, লালসালু, চিরায়ত প্রকাশন, কলকাতা, প্রথম সংস্করণ ১৯৮৯, সপ্তম মুদ্রণ, ২০১০, পৃ. ১২৬
১১. নবনীতা দেবসেন, ‘হবে নাকি একটু কুন্তীগিরি’, ভালোবাসার বারান্দা ২য় খন্ড, দে’জ, কলকাতা, দ্বিতীয় সংস্করণ, ২০১৭, পৃ. ৬৫
১২. উষসী চক্রবর্তী, মেয়েঘেঁষা লেখারা, বঙ্গীয় সাহিত্য সংসদ, কলকাতা, প্রথম প্রকাশ, ২০১৩, পৃ. ৫১
১৩. সেলিনা হোসেন, ‘আমি ও আমার সময়’ (প্রবন্ধ)। পরোক্ষ তথ্য সংগৃহীত- তপোধীর ভট্টাচার্য, কথাপরিসর : বাংলাদেশ, বঙ্গীয় সাহিত্য সংসদ, কলকাতা, প্রথম প্রকাশ, ২০১৭, পৃ. ১৯৭
১৪. সুচিত্রা ভট্টাচার্য, কাছের মানুষ, আনন্দ, কলকাতা, প্রথম সংস্করণ, ১৯৯৮, দ্বাদশ মুদ্রণ, ২০১৮, পৃ. ১৬৬
১৫. তদেব, পৃ. ৬২১
১৬. মল্লিকা সেনগুপ্ত, বিবাহবিচ্ছিন্নার আখ্যান বাংলার সমাজ ও সাহিত্যে, প্রতিভাস, কলকাতা, প্রথম প্রতিভাস প্রকাশ, ২০১৭, পৃ. ১৫৮
১৭. তসলিমা নাসরিন, শোধ, আনন্দ, কলকাতা, প্রথম আনন্দ সংস্করণ, ২০০২, পঞ্চম মুদ্রণ, ২০০৮, পৃ. ১৩৯
আকর গ্রন্থ
১. সেলিনা হোসেন, ‘পারুলের মা হওয়া’, পঞ্চাশটি গল্প, আনন্দ, কলকাতা, প্রথম সংস্করণ, ২০১৪
২. সেলিনা হোসেন, ‘মতিজানের মেয়েরা’, নবনীতা দেবসেন (সম্পাদনা), সই, লালমাটি, কলকাতা, দ্বিতীয় প্রকাশ,
১৪২২

How to Cite

MLA 9th Edition

চক্রবর্তী প্রীতম. “একক মাতৃত্ব এবং সেলিনা হোসেনের দুটি গল্প.” বিএল কলেজ জার্নাল, ভলিউম ৪, ইস্যু ১, জুলাই ২০২২, পৃ. ৩৯-৫০. https://doi.org/10.62106/blc2022v4i1b4

 

APA 7th Edition

চক্রবর্তী প্রীতম. (২০২২). একক মাতৃত্ব এবং সেলিনা হোসেনের দুটি গল্প. বিএল কলেজ জার্নাল, ৪ (১), ৩৯-৫০.  https://doi.org/10.62106/blc2022v4i1b4

License

Copyright (c) 2023 GOVT. BRAJALAL COLLEGE

Indexed In