About the Department

Phone: +88-01736848848
Email: socialworks@blcollege.edu.bd

বাংলাদেশের দক্ষিণাঞ্চলের খুলনা জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজ। 1902 সালে প্রতিষ্ঠিত এ কলেজে ৪ জন শিক্ষকের পদ সৃষ্টির মাধ্যমে সমাজকর্ম বিভাগের যাত্রা শুরু হয় 2013 সালে। সে বছরের অক্টোবরে তিনটি পদে শিক্ষক গণ যোগদেন। পরবর্তীতে 2014-2015 শিক্ষাবর্ষে 50 টি আসন নিয়ে অনার্স কোর্স শুরু হয় যা বর্তমানে 120 এ উন্নীত হয়েছে । 2016-2017 শিক্ষাবর্ষে 50 টি আসন নিয়ে মাস্টার্সের যাত্রা শুরু হয় । প্রতিষ্ঠাকাল থেকে অদ্যাবধি শিক্ষার্থীদের একাডেমিক ফলাফল আশানুরুপ । সহশিক্ষা কার্যক্রমেও তারা উৎসাহ উদ্দীপনার সাথে অংশ গ্রহণ করে আসছে । বিভাগীয় প্রধানের দায়িত্ব প্রতিষ্ঠাকাল থেকেই পালন করে আসছেন জনাব মুজিবুর রহমান শেখ, সহযোগী অধ্যাপক, সমাজকর্ম। বর্তমানে কর্মরত অন্যান্য শিক্ষকগণ হলেন-মুজিবুর রহমান শেখ, সহযোগী অধ্যাপক, সমাজকর্ম,  খন্দকার আজমাইন হোসাইন, সহকারী অধ্যাপক, সমাজকর্ম ও সুজায়েত আলী, প্রভাষক, সমাজকর্ম।

Head of the Department

Muzibur Rahman Sk.

Muzibor Rahman Shaikh

Associate Professor & Head of the Department

Teachers of the Department