About the Department
Phone: +88-041——
Email: statistics@blcollege.edu.bd
২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) কোর্সে ছাত্র-ছাত্রী ভর্তির মধ্য দিয়ে সরকারি বি এল কলেজ, খুলনায় পরিসংখ্যান বিভাগের যাত্রা শুরু। ইতিপূর্বে ২০১৩-১৪ শিক্ষাবর্ষ হতে উচ্চমাধ্যমিক শাখায় পরিসংখ্যান বিষয়ে পাঠদান অব্যাহত রয়েছে। এই বিভাগে স্নাতক (সম্মান) শ্রেণীতে মোট ৫০টি আসনে ছাত্র-ছাত্রী ভর্তির সুযোগ রয়েছে। ২০১৪-১৫ শিক্ষাবর্ষে এই শ্রেণীতে ভর্তিকৃত ছাত-ছাত্রী সংখ্যা পঁঞ্চাশ।
একাডেমিক কাম পরীক্ষাকেন্দ্র নামে সদ্য নির্মিত কলেজের নতুন ভবনের নীচতলায় বর্তমানে এই বিভাগের অবস্থান। পরবর্তীতে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা ভবন-২ এই বিভাগ স্থানান্তরিত হবে।
একজন সহযোগী অধ্যাপক, একজন সহকারী অধ্যাপক এবং দুইজন প্রভাষকের পদসহ এই বিভাগে সৃষ্ট পদের সংখ্যা চারটি। বর্তমানে একজন সহযোগী অধ্যাপক ও একজন সহকারী অধ্যাপক এই বিভাগে কর্মরত রয়েছেন। এছাড়া একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী সাময়িকভাবে দায়িত্ব পালন করছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত পরিসংখ্যান বিষয়ে অধ্যয়ন শেষে শিক্ষার্থীরা স্নাতক (সম্মান) পর্যায়ে বি. এসসি (সম্মান) এবং মাস্টার্স পর্যায়ে এম. এসসি ডিগ্রী লাভ করে থাকে।