বাংলা কল্পবিজ্ঞান সাহিত্য জগতে ক্ষণকালের অতিথি ড. দিলীপ রায়চৌধুরী। বিজ্ঞানে তাঁর অগাধ পান্ডিত্য, সাহিত্যের প্রতি গভীর অনুরাগ এবং ভাষার মুনশিয়ানা তাঁর কল্পবিজ্ঞান গল্পগুলিকে চিরকালীন করে তুলেছে। বিজ্ঞান ও সাহিত্য যে একে অপরের হাত ধরে অনায়াসেই চলতে পারে সে ছাপ তাঁর প্রতিটি গল্পে সুস্পষ্ট। সমকালের বৈজ্ঞানিক গবেষণা ও আবিষ্কার সম্বন্ধে তিনি কতটা ওয়াকিবহাল ছিলেন তা তাঁর গল্পগুলি পাঠ করলেই বোঝা যায়। কীভাবে তিনি সেই বৈজ্ঞানিক গবেষণার সঙ্গে কল্পনা মিশিয়ে তাঁর গল্পে ফুটিয়ে তুলেছেন এই প্রবন্ধে তারই সন্ধান করা হয়েছে। এছাড়াও তাঁর সাহিত্য প্রীতি, কতটা সার্থকভাবে ইতিহাসবোধকে বিজ্ঞানসাধনার সঙ্গী করে তুলেছিলেন তারও ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে এই প্রবন্ধে।