BL COLLEGE JOURNAL

“Journal writing gives us insights into who we are, who we were, and who we can become”
– Sandra Marinella

সৌরভ পত্রিকা ও প্রাগাধুনিক বাংলা সাহিত্যচর্চা

Author

মিজানুর মন্ডল, গবেষক, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্য়ালয়, কলকাতা, ভারত

সাময়িকপত্রের ধর্মীয়, সামাজিক বা রাজনৈতিক প্রচারের মাত্রা কখনো কখনো সামাজিক আন্দোলনের পথকেও সুপ্রশস্ত করে দিয়েছিল। সাময়িকপত্র আরও একটা ভূমিকা সেদিন পালন করেছিল সেটা হল প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্যের পুরনো ঐতিহ্যের যুগোপযোগী করে চলমান সময়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ ভাবনাকে প্রতিষ্ঠিত করার প্রচন্ড সাহস ও শক্তি। বলতে গেলে উনিশ শতকের শেষার্ধ থেকে প্রাগাধুনিক বাংলা কাব্য কবিতাগুলির আবিষ্কার এবং যথাযথ সম্পাদনা, আলোচনা পর্যালোচনা ও বিশ্লেষণে উৎসাহদান পরাধীন বাঙালির জাতীয় জীবনে অপরিহার্য ছিল নিজের দেশ ও জাতির ঐতিহ্যের অনুসন্ধানে সাময়িকপত্রিকাগুলি এই সময়ে সমাজ ইতিহাসের দলিল হিসেবে কাজ করেছে। এই যুগের প্রবণতাগুলি অনুসন্ধানে ইতিহাসের উপাদান হিসেবে, প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্যকে বিচার বিশ্লেষণ সম্পাদনে উৎসাহদান হিসেবে অতীত ঐতিহ্যের অনুসন্ধান হিসেবে সেদিন আপামর বাঙালি পাঠকের দরবারে হাজির করতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল সাময়িকপত্রিকাগুলি। সৌরভ পত্রিকা ময়মনসিংহের অনাবিষ্কৃত তথ্য, প্রাগাধুনিক বাংলা সাহিত্য সম্পর্কিত বিষয় যথাসাধ্য অনুসন্ধান করে প্রকাশ করেছিলো। প্রাগাধুনিক বাংলা সাহিত্য সাধনা সৌরভের এক প্রধান অঙ্গ ছিল।

Keywords: প্রাগাধুনিক, সাময়িকপত্র, সৌরভ, ময়মনসিংহ, ঐতিহ্য

License

Copyright (c) 2023 GOVT. BRAJALAL COLLEGE

Indexed In