বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নীতি-নৈতিকতার এক উজ্বল দৃষ্টান্ত। নৈতিকতার ব্যাপারে তিনি ছিলেন আপসহীন। ইসলামের নৈতিক দিকগুলো তার বক্তব্যে প্রকাশ পেয়েছে। বঙ্গবন্ধুর মতে, অযোগ্য নেতৃত্ব, নীতিহীন নেতা এবং ভীরু রাজনীতিবিদদের সঙ্গে কখনোই একত্রে কাজ করা উচিত নয়। এরা দেশের সেবা না করে দেশ ও জনগণকে ধ্বংসের দিকে নিয়ে যায়। ক্ষমতায় এসে তিনি মদ, জুয়াসহ ইসলামের দৃষ্টিতে অনৈতিক কাজ বন্ধ করে দেন। স্বদেশে ফিরেই তিনি সর্বপ্রথম দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হন। তিনি সুদখোর, ঘুষ, চোরাচালান, মজুদদারিসহ যাবতীয় দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেন। তিনি নিজেও দুর্নীতি হতে বিরত থেকে মানুষকে দুর্নীতিমুক্ত রাখার চেষ্টা করেছেন। এ প্রবন্ধে বঙ্গবন্ধুর উল্লিখিত বক্তৃতা থেকে তাঁর ইসলামী আকীদা সম্পর্কে ব্যাপক জ্ঞান লাভ করা সম্ভব হবে।